বুধবার সকালে বিবাদী বাগ শরাফ হাউসে আগুন লাগে, ছড়ায় চাঞ্চল্য। আগুন লাগে শরাফ হাউসের ছাদের একটি অংশে। রাজভবনের কাছে লাগা এই আগুন সম্পর্কে খোঁজখবর নিতে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিজেই শুরু করেন তদারকি।
নবান্নে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সঙ্গে কথা বলেন। এলাকায় আতঙ্ক থাকলেও সূত্রের খবর অনুযায়ী,আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ঘটনাস্থলে এসেছে দমকলের অন্তত দশটি ইঞ্জিন।
ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দাহ্যবস্তু মজুত থাকার কারণে লেগেছে আগুন। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই মোতাবেক শরাফ হাউসে সেন্ট্রাল ব্যাঙ্কের একটি দফতর রয়েছে। উপরে ছিল একটি ক্যান্টিন। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায় স্থানীয়দের দাবি, মিনিট পনেরোর মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে। ইতিমধ্যেই স্থানীয় কংগ্রেস কাউন্সিলার সন্তোষ পাঠক বহুতলে অবৈধ নির্মাণের অভিযোগ তুলেছেন।রাজ্যপাল আগুনের বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন।।