জেলা ব্রেকিং নিউজ

বিধ্বংসী আগুন বড়বাজারে 

ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। মঙ্গলবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে বড়বাজারে একটি প্লাস্টিক কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হঠাৎই আগুন লাগে জোড়াবাগান থানার অন্তর্গত থ্রি বি দর্পনারায়ণ স্ট্রিটের একটি প্লাস্টিক কারখানায়। ওই কারখানায় জরি এবং চুমকি তৈরি করা হত। ওই কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিকের কাঁচামাল মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তৎক্ষণাৎ আশপাশের কারখানা থেকে কর্মীদের বের করে আনা হয়েছে। কারখানার ভিতরে কোনও কর্মী আটকে পড়েছে কিনা তাও দেখছেন দমকলকর্মীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়।

তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল।