গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হাওড়ার মঙ্গলাহাট। হাওড়ার এই হাটে কেনাবেচা করতে আসেন রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ। পোশাক, খেলনা থেকে শুরু করে নানা ধরনের পণ্যের হাট বসে এখানে। বৃহস্পতিবার গভীর রাতে সেই হাটেই আগুন লাগে। কিন্তু কী ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ১২টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, হাটের ছোট দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা জানিয়েছেন সামনেই গঙ্গা থাকায় ও দমকলের হেডকোয়ার্টার কাছেই থাকায়, জলের কোনও অসুবিধা হচ্ছে না।
দমকল পৌঁছনোর আগেই একাধিক কাপড়ের দোকানে আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায় । অগ্নিকাণ্ডে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্মীরা চারদিক থেকে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আশপাশেই একাধিক প্রশাসনিক ভবন এবং দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
You must be logged in to post a comment.