সিলিন্ডার ফেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড মেদিনীপুরে। দাউদাউ করে জ্বলে উঠল পাঁচ থেকে ছ’টি দোকান। ক্ষতিগ্রস্ত দু’থেকে তিনটি বাড়ি।
বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে মেদিনীপুরের গেট বাজার সংলগ্ন এলাকায়। সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা।
এদিকে,প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বছর নয়ের এক নাবালকের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।