ব্রেকিং নিউজ রাজ্য

Indian Oil Corporation: হলদিয়া আইওসিতে বিধ্বংসী আগুন

ফের হলদিয়া আইওসিতে বিধ্বংসী আগুন। এর আগে ডিসেম্বরে আইওসি প্লান্টে আগুন লেগে মৃত্যু হয় ৩ জনের। ডিসেম্বরের ওই বিধ্বংসী অগ্নিকাণ্ডে আহত হন প্রায় ৪৪ জন শ্রমিক। সোমবারের অগ্নিকাণ্ডে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি।

প্রসঙ্গত, সাটডাউনের কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটে হলদিয়ার আইওসি-তে। আইওসি রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটের একটি কলামে ওয়েল্ডিং করার সময় ওই অগ্নিকাণ্ড ঘটে। আহতরা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা নন বলেই দাবি করে আইওসি। সেসময় আইওসির বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তোলা হয়েছে।

হলদিয়া অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডোর করে আনা হয় কলকাতায়। আহতদের ভর্তি করা হয় কলকাতার একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে।