বীরভূমের মহম্মদ বাজার ব্লকের ডেউচা-পাঁচামি কয়লা শিল্পের জন্য শনিবার সিউড়ি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে ৭৮ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। এর আগে এই এলাকার ২৭৫ জন জমি দাতার হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জুনিয়র কনস্টেবল পদে চাকরির জন্য এই নিয়োগ পত্র দেওয়া হয়। এদিন এই নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি, বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং অভিজিৎ সিনহা সহ অন্যান্য আধিকারিকরা।
বীরভূমের এই প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পকে দ্রুত বাস্তবায়িত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের প্যাকেজ এবং চাকরির নিয়োগ পত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এদিন এই চাকরি নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। চাকরির এই নিয়োগ পত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার জমি দাতারা। এর পাশাপাশি তারা এই শিল্প দ্রুতগতিতে এগিয়ে চলুক এই কামনা করেছেন।