বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। এক মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মস্তিষ্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এদিন সৌমিত্রের সিটি স্ক্যান করা হয়। হৃদযন্ত্রও ভালো কাজ করছে না। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। অক্সিজেনের মাত্রাও বাড়াতে হয়েছে।
এর আগে সৌমিত্রের শরীরে প্লাজমা থেরাপির পর তার অবস্থা স্থিতিশীল হয়। রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু গতকাল (১৩ নভেম্বর) থেকে নতুন করে পরিস্থিতির অবনতি হয়।

এর আগে ১১ নভেম্বর সৌমিত্রর শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল। গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা।