বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ‘আইসিইউ’তে স্থানান্তরিত করা হয়েছে। ৬ অক্টোবর করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার জ্যেষ্ঠ চিকিৎসক গণমাধ্যমকে জানান, তার শারীরিক অবস্থা বেশ জটিল হয়েছে। বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। যেকারণে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য তাকে আইটিইউ’তে স্থানান্তরিত করা হয়েছে।
অস্কার বিজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সিরিজ ফেলুদা’য় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করা সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনও সেরা ‘ফেলুদা’ হিসেবেই গণ্য করা হয়। সত্যজিতের হাত ধরেই ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় পদার্পন করেন সৌমিত্র। সত্যজিৎ রায় পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে সৌমিত্র অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে- ‘চারুলতা’, ‘দেবী’, ‘তিন কন্যা’, ‘ঘরে বাইরে’, ‘গণশত্রু’।
২০০৪ সালে পদ্মভূষণ, ২০১২ সালে দাদা সাহেব ফালকে’ পদকে ভূষিত হওয়া ছাড়াও ১৯৯১ সালে ‘অন্তর্ধান’, ২০০০ সালে ‘দেখা’ এবং ২০০৬ সালে ‘পদক্ষেপ’ ছবির জন্য তিনবার জাতীয় পুরষ্কার জয় করেন সৌমিত্র।