উপত্যকার ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর অনেক জল গড়িয়েছে সেখানে। পরিস্থিতির খানিকটা বদল হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অবস্থার পরিবর্তন হয়নি। কারণ মার্চ মাসেই ছাড়া পেয়েছেন জম্মু–কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা আর ওমর আবদুল্লা। মনে করা হচ্ছিল এবার মেহবুবা মুফতিও ছাড়া পেয়ে যাবেন। কিন্তু দেখা গেল, তাঁর আটক থাকার মেয়াদ আরও বাড়িয়ে দিল কাশ্মীর প্রশাসন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, মেহবুবাকে আটকে রাখার মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়িয়ে দিয়েছে কাশ্মীরে প্রশাসন। তাঁকে জনসুরক্ষা আইনে আটকে রাখা হয়েছে। এই আইন অনুযায়ী বিনা বিচারে কাউকে দু’বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। ফলে প্রবল মোদী বিরোধী সমালোচকের জীবন আরও কঠিন হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এপ্রিল মাস থেকে শ্রীনগরের বাড়িতেই গৃহবন্দি রয়েছেন মেহবুবা মুফতি। যেটিকে উপজেল হিসেবে তৈরি করা হয়।
উল্লেখ্য, জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে ২০১৯ সালের ৫ আগস্ট আটক করা হয়। ওই দিনই কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। মেহবুবার সঙ্গে আটক করা হয় ফারুক এবং ওমর আবদুল্লাকেও। তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই জনসুরক্ষা আইন প্রয়োগ করা হয়। পরে দু’জনকে ছাড়া হলেও মেহবুবার ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। মেহবুবার আটক থাকার মেয়াদ বৃদ্ধির ফলে তাঁকে অন্তত এক বছরের বন্দিদশা কাটাতে হচ্ছেই। কারণ এই তিন মাসের মেয়াদ শেষ হবে আগস্টে।
