ট্যাংরায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এই প্লাস্টিক কারখানাটি। শনিবার সকালে কারখানাটি থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । তারপর তারা সেখানে যেতেই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা ।
কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষের মধ্যে হু হু করে আগুন ছড়িয়ে পড়ে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।তড়িঘড়ি স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে।তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ দমকলের চারটি ইঞ্জিন।ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন নেভাতে অনেকটা সময় লেগে যায়।কীভাবে ওই কারখানাতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানায় যথোপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ।
এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।যদিও কিভাবে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয় । দীর্ঘদিন ওই কারখানাটি বন্ধ থাকার কারণে আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ।