মঙ্গলবার আবার সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। কিন্তু ভোলাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, খুলনা ঘাট, জেলেখালি ঘাট সহ ১২ জায়গায় ১৪৪ ধারা করা হয়েছে।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে। পরবর্তী সময়ে ১৯ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখে সন্দেশখালির দাউদপুর, গোপালের ঘাট, পুলেপাড়া, আতাপুরে ধারা তুলে নেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে। কিন্তু এখন নতুন করে ফের ১২ জায়গায় ১৪৪ ধারা জারি করা হল।
কলকাতা হাইকোর্ট সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে। মঙ্গলবার সকালেই তিনি সন্দেশখালি রওনা দেন। তবে এদিনও তাঁকে সন্দেশখালি যেতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। ধামাখালি এলাকাতেই তাঁকে আটকানো হয়েছে। আদালতের নির্দেশও মানা হচ্ছে না বলে ক্ষুব্ধ বিরোধী দলনেতা।