দেশ ব্রেকিং নিউজ

রাজ্যসভা থেকে সাসপেন্ড ৮ সাংসদ

সোমবার অধিবেশনের শুরুতেই আট সাংসদকে সাসপেন্ড করল রাজ্যসভা। এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপে তোলপাড় জাতীয় রাজনীতি। কারণ এই তালিকায় রয়েছেন, ডেরেক ও’‌ব্রায়েন, সঞ্জয় সিং, রাজীব সাতাব, কে কে রাগেশ, সৈয়দ নাজিশ হুসেন, দোলা সেন, নিপুণ বোরা এবং এলামারান করিম। সংসদের মর্যাদা লঙ্ঘনের দোষে এই সাংসদদের গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।
এই ঘটনায় বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘‌রবিবার ওয়েলে নেমে ডেপুটি চেয়ারম্যানকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। তাঁকে নিজের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। রুল বুক ছুঁড়ে মারা হয়েছে। এই ঘটনা সংসদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। এটাই কী সংসদীয় রীতি?‌ এটা রাজ্যসভার জন্য খুবই খারাপ দিন। আমি সাংসদ ডেরেক ও’‌ব্রায়েনকে বলছি, আপনি আত্মসমীক্ষা করুন। দয়া করে বেরিয়ে যান।’‌
উল্লেখ্য, রবিবার ডিএমকে সাংসদ তিরুচি শিবা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের পোডিয়ামের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আর তৃণমূল সাংসদ–সহ আরও অনেকে রুলবুক, কাগজপত্রও ছিঁড়ে দেন বলে অভিযোগ। বিরোধীদের অবশ্য দাবি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে রুল বুক দেখানোর চেষ্টা করেন ডেরেক। তাঁকে সরিয়ে দেন রাজ্যসভার মার্শাল। তখন ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।