দেশ ব্রেকিং নিউজ

কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি, বাতিল বহু ট্রেন

ফের লাইনচ্যুত মালগাড়ি। রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বাতিল হাওড়াগামী বহু ট্রেন।

সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে মুম্বই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যহত হয়। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হচ্ছে। রুট পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস।

রেলের তরফে জানানো হয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ডাউন লাইন থেকে এখনও মালগাড়ির লাইনচ্যুত কামরাদুটি সরানো যায়নি।