ব্রেকিং নিউজ রাজ্য

Derailed: লাইনচ্যুত বর্ধমান হাওড়া-লোকাল

বর্ধমান স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে গেল বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন। সোমবার সকাল ১০টা ০৫ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল ট্রেনটি কারশেড থেকে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় ট্রেনের মাঝের একটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের লাইনের উপর পড়ে যায়। তবে সেই সময় ট্রেনে কোনও যাত্রী না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মী ও আধিকারিকরা। সপ্তাহের প্রথম দিনে ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনের ট্রেন চলাচল। পরে দ্রুততার সঙ্গে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে ঠিক কী কারণে এদিন এই ধরনের ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই রেলের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, ইয়ার্ড থেকে বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ৯ টা ৫০ মিনিটের কর্ডলাইনের লোকাল ট্রেনটির ঢোকার কথা ছিল। সেই সময়ই ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার মুখেই ওই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তারপর ইঞ্জিনের সাহায্যে লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনের অন্য কামরাগুলিকে সরিয়ে অন্যত্র নিয়ে যান রেলকর্মীরা।