হাইকোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ডেরা সাচ্চা সৌদার প্রধান রঞ্জিত সিং খুনের মামলায় মঙ্গলবার রাম রহিমকে বেকসুর খালাস করল পঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট। ২০২২ সালে প্রাক্তন ডেরা সদস্য রঞ্জিত সিং খুনের মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। বাকিরা হলেন- অবতার সিং, জসবীর সিং, কৃষ্ণলাল এবং সবদিল সিং। এঁদের মধ্যে সবদিল সিং-এর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
তবে খুনের মামলা থেকে রেহাই পেলেও ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের জেল মুক্তির কোনও সম্ভাবনা নেই। নিজের দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের জেল হয়েছে তাঁর। পাশাপাশি আরও দু’টি খুনের মামলায় নাম জড়িয়েছে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের।