জেলা

আবাস যোজনা নিয়ে দুর্নীতি, বিজেপির ডেপুটেশন

  1.  প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে সোমবার পুরুলিয়া জেলার ২০টি ব্লক অফিসে ডেপুটেশন দিল বিজেপি। এদিন মোট সাত দফা দাবি নিয়ে ব্লকের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়।
  2. জেলার ২০টি ব্লকের মধ্যে বাঘমুন্ডি ব্লকেও কোভিড স্বাস্থ্য বিধি বজায় রেখে ডেপুটেশন দিল বিজেপি। বাঘমুন্ডি ব্লকে ডেপুটেশন দিতে এসে বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার বলেন, “আজকে ব্লকের বিডিও দেবরাজ ঘোষের হাতে এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ মোট সাতটি দাবি নিয়ে স্মারক লিপি তুলে দেওয়া হলো।”আগামীদিন  যাতে এলাকা দুর্নীতি মুক্ত হয় এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের তদন্ত করে প্রশাসনের কাছে শাস্তির দাবি জানান তিনি। আগামীদিন যদি এইসব দিকগুলি দুর্নীতি মুক্ত না হয় তাহলে বড়োসড়ো আন্দোলনের পথে নামবে বিজেপি বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিনের ডেপুটেশনে সামিল হন বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার, বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বীরবল মাছুয়ার, বাঘমুন্ডি জেডপি ১৫এর মন্ডল সভাপতি মানিক মাঝি, জেডপি ১৪এর মন্ডল সভাপতি গৌতম কুইরি, বাঘমুন্ডি জেডপি ১৫এর যুব সভাপতি বিধান চন্দ্র কুমার প্রমুখ আরও অনেকেই।
  1. বিশেষ সংবাদদাতা: সোমনাথ রায়, পুরুলিয়া