ব্রেকিং নিউজ রাজ্য

শীতে বাধা হতে চলেছে নিম্নচাপ

ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায়। এই নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।

শনি ও রবিবার উপকূলের জেলা দুই ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উপকূলের তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। সোমবারে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও৷

আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯১ শতাংশ। চার দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়। গত ৯ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ স্বাভাবিকের খেরে দুই ডিগ্রি বেড়ে তা ২২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তবে নিম্নচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।