ফের নিম্নচাপ। আবহবিদরা জানাচ্ছেন, নভেম্বরের শেষে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। তা শক্তিশালী হয়ে ডিসেম্বরের গোড়ায় ওড়িশা উপকূলে পৌঁছবে। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পাশাপাশি রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা।
অন্যদিকে, আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়া ঢুকতেই রাজ্যে ফিরছে শীতের আমেজ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট শুরু হয়েছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী৷
বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে ১ ডিগ্রি কম হলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷ দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে উত্তর বঙ্গোপসাগরের উপরে কী প্রভাব পড়ে, রাজ্যেও বৃষ্টির আশঙ্কা থাকবে কি না, তা জানতে নিম্নচাপটির গতি প্রকৃতির উপরে নজর রাখছে আবহাওয়া দফতর৷ শীতের আগমনে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি যন্ত্রনা, যা পিছু ছাড়ছে না রাজ্যবাসীর৷