রাজ্য লিড নিউজ

ফের নিম্নচাপ! শক্তি হারিয়ে জাওয়াদ বাংলায়

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আজ,রবিবার দুপুরে তা পুরীর কাছে ওড়িশা উপকূলে পৌঁছবে। বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদ বিশাখাপত্তনম থেকে ১৮০, গোপালপুর থেকে ২০০, পুরী থেকে ২৭০ ও পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে জাওয়াদ। পুরীর কাছে পৌঁছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়।

বাংলায় ঢোকার আগে তা পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপ সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে যাবে। ওড়িশা উপকূল ধরে বাংলার দিকে এগোলেও আগামী ১২ ঘণ্টায় ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। যদিও নিম্নচাপের প্রভাবে গতকাল থেকেই কলকাতা – সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

উত্তাল পুরী এবং দীঘার সমুদ্র । সকাল থেকেই তীব্র জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারবার নিষেধ করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সোমবারও বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।