রাজ্য লিড নিউজ

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, কলকাতায় মৃত্যু ৬ জনের

বাংলায় ক্রমশই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। মৃত্যু তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে, সেই তালিকায় প্রৌঢ় থেকে শুরু করে স্কুল-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, তরুণী বধূ সকলেই আছেন।

মশাবাহিত এই রোগে সম্প্রতি মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এম টেক-এর এক ছাত্রের। ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলেছে এডিস ইজিপ্টাই মশার লার্ভা। এহেন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এলাকার স্কুল-কলেজে নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর বাড়াচ্ছে দক্ষিণ দমদম পুরসভা। পড়ুয়াদের সচেতন করার মাধ্যমে যাতে তাঁদের পরিবারেও সেই বার্তা পৌঁছয়, সেটাই লক্ষ্য পুর-প্রশাসনের।

সেই কারণেই স্কুল চত্বরে নজরদারির পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে পড়ুয়াদের সচেতন করার কাজ চলছে। পুরসভা জানিয়েছে, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত এমন অভিযান চলবে।ইতিমধ্যে এই পুর-এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশো ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ছ’জনের।