রাজ্য

ডেঙ্গি হানায় কপালে ভাঁজ রাজ্যের

ইতিমধ্যেই কলকাতায় হানা দিয়েছে ডেঙ্গি। শহরে এক কিশোর এবং এক প্রৌঢ় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর। সূত্রের খবর, এক কিশোর এবং এক প্রৌঢ় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ডেঙ্গির নমুনা পরীক্ষা করতে রাজ্যে সাত দিনের মধ্যে তৈরি করা হচ্ছে এলাইজা পদ্ধতির একাধিক ল্যাবরেটরি। পরীক্ষার জন্য টেকনিশিয়ান নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, পুরসভা কী সঠিকভাবে কাজ করছে?‌ যদি করত তাহলে রাতারাতি শহরে ডেঙ্গি ছড়িয়ে পড়ত না।
যেখানে করোনার পরীক্ষা হচ্ছে সেখানে ডেঙ্গির পরীক্ষা সম্ভব নয়। শহর কলকাতা এবং রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি। সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনে পৌঁছতেই তড়িঘড়ি বাড়তি তৎপরতা শুরু হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যে বিভিন্ন হাসপাতাল, যেখানে ল্যাবরেটরি রয়েছে, সেখানে ডেঙ্গির নমুনা পরীক্ষার এলাইজা মেশিন–সহ পরিকাঠামো দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
উল্লেখ্য, ডেঙ্গিতে আক্রান্ত ১৩ বছরের এক কিশোরের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায়। জ্বর–সহ নানা সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে পরীক্ষা করতেই ডেঙ্গি ধরা পড়ে। ডেঙ্গিতে আক্রান্ত প্রৌঢ়ের বাড়ি মিডলটন স্ট্রিটে। তিনিও জ্বর এবং অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। প্রথমে করোনার আশঙ্কা করা হলেও পরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত।
এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতা শহরের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ, এন আর এস মেডিকেল কলেজ, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল, বাঘাযতীন হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এলাইজা পদ্ধতিতে পরীক্ষা কেন্দ্র পরিকাঠামো তৈরি বা যেখানে পরিকাঠামো আছে সেখানে আরও বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে নমুনা পরীক্ষার জন্য।