রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। দিনের পর দিন ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর ঘটনার পরই বাড়ছে আতঙ্ক। এবার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হল এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার। মৃত ওই পড়ুয়ার নাম অনিমেষ মাখির।
সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়া এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তারপর রক্ত পরীক্ষা করাতেই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। এহেন পরিস্থিতিতে এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরে রক্তক্ষরণও শুরু হয়ে গেছিল তাঁর। এরপর শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় অনিমেষের। ওই পড়ুয়ার মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।