রাজ্যজুড়ে অব্যাহত ডেঙ্গুর দাপট। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম কাশীনাথ মণ্ডল(৪২) এবং গায়েত্রী পাল(৫৪)। দুইজনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ রয়েছে। একই দাবি মৃত দুই পরিবারের সদস্যদের। পুজোর পর থেকেই ডেঙ্গুর দাপট দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। কলকাতা সহ রাজ্যের সাতটি জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপের খবর আসছে। একই রোগীর শরীরে ডেঙ্গু এবং ম্যালেরিয়া দু’ধরনের উপসর্গই দেখা যাচ্ছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে গত ১৪ দিনে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁইছুঁই। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের বেশি। শীতের মরশুমে আক্রান্তের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ। ২৩টি জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে সর্বাধিক ডেঙ্গু আক্রান্ত মুর্শিদাবাদেই। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মালদায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি।
পরিসংখ্যান বলছে, বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গু পরীক্ষায় ৫ হাজার ৯৩৩ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে চরম আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। যদিও প্রশাসন দাবি করছে সচেতনতার প্রচার চলছে চারদিকে। শীতের মরশুমে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।