বাংলাদেশে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তর এবং মৃতের সংখ্যা। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বাংলাদেশে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ঢাকার হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। হাসপাতালগুলিতে প্রতিদিন গড়ে ১২০০ জন করে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হচ্ছে। সেই কারণে ঢাকার হাসপাতালগুলিতে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়াচ্ছে বাংলাদেশ সরকার। চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২২ জন। যা একদিনে এবছরের মধ্যে সর্বোচ্চ। এখন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৫৩ জন।
ডেঙ্গি এখন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই, গ্রামাঞ্চলেও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। এর আগে ২০২১ সালে বাংলাদেশে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২২ সালে ডেঙ্গি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এবার ডেঙ্গির প্রকোপ বেশি। বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গির ঝুঁকিতে রয়েছেন। নতুন ধরণের কারণে উপসর্গ ছাড়া অনেকেই আক্রান্ত হয়ে হালকা অসুস্থতাবোধ করছেন।
বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে ডেঙ্গির প্রকোপ চলছে। গত ৮ জুন পর্যন্ত বিশ্বে প্রায় ২২ লাখ ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছেন। এর বেশির ভাগ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। সর্বোচ্চ রোগীর তালিকায় ব্রাজিল, বলিভিয়া, পেরু ও আর্জেন্টিনা রয়েছে। তবে এসব দেশের মধ্যে আক্রান্ত রোগীর তুলনায় মৃত্যুর হার বাংলাদেশেই সবচেয়ে বেশি।