ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, জেলাশাসক-স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

রাজ্যের ৭ জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন প্রায় ৭,৫০০। হাওড়া, হুগলি, মালদা থেকে কলকাতা―সর্বত্র ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি! এই পরিস্থিতি মোকাবেলায় সোমবার ডেঙ্গির সতর্কতা নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা নিজে এই বৈঠকে না থাকলেও তাঁর নির্দেশে সোমবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য ভবনের কর্তা, আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলা স্বাস্থ্যকর্তা এবং মেডিক্যাল কলেজের সদস্যেরা।

বর্তমানে রাজ্যে প্রতি দিন ২৫০ থেকে ৩০০ জন করে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যুও হচ্ছে। সরকারি ভাবে মৃতের সংখ্যা এখনও জানানো হয়নি। বেসরকারি মতে, প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।
শনিবার ১১ দিনের বিদেশ সফর সেরে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত ঠেকাতে ফিরেই উদ্যোগ নিলেন তিনি।