ব্রেকিং নিউজ রাজ্য

Dengue in Kolkata: ডেঙ্গুতে মৃত্যু বৃদ্ধার, আতঙ্কে বরানগরবাসী

ফের শহরে ডেঙ্গুতে মৃত্যু। এবার বরানগর পুর এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৪ বছরের বৃদ্ধার। বরানগর পুরসভার ১৬ নং ওয়ার্ডের এ.কে.মুখার্জি রোডের বাসিন্দা ডোরা মুখার্জি কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে তার মৃত্যু হয়। মৃত্যু শংসাপত্রে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, এলাকা ঠিকমতো পরিষ্কার হয় না, মাঝে মাঝে পরিষ্কার হয়। এলাকায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে। এলাকার ড্রেন, জঞ্জাল সেগুলোও পরিষ্কার হয় না বলে অভিযোগ স্থানীয়দের।

বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পর এলাকায় শুরু হয়েছে মাইকিং। পৌরসভার উদ্যোগে মাইকিং করে অঞ্চলের মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করছেন পৌরসভার কর্মীরা।

আজ, বৃহস্পতিবার বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মৃত ডোনা মুখার্জির পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান পৌরসভার উপ-পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু ও পৌরসভার মেডিকেল অফিসার সহ স্থানীয় পৌর প্রতিনিধি।

পরিবারের সাথে কথা বলে চিকিৎসক জয়দীপ মজুমদার জানান, ডোনা মুখার্জির শারীরিক অন্যান্য সমস্যাও ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ডেঙ্গি সম্পর্কে অঞ্চলের মানুষজনকে সচেতন থাকার বার্তা দেন তিনি।