রাজ্য লিড নিউজ

শহরে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, একবালপুরে মৃত্যু কলকাতা পুলিশের এক আধিকারিকের

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সেইসঙ্গে ক্রমাগত বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক পুলিশ আধিকারিকের। মৃত ওই পুলিশকর্মীর নাম উৎপল নস্কর। তিনি গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার থেকেই জ্বরে ভুগছিলেন পঞ্চাশোর্ধ ওই পুলিশকর্মী। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার মোমিনপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৫টা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

তথ্য বলছে, রাজ্যে চলতি সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৬৬ জন। সরকারি হাসপাতালে ভর্তি ২ হাজার ১২৭ জন। এদের মধ্যে ১৫.৯ শতাংশ জটিল সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৩৫৭। ফলত সংক্রমণ যে আরও বাড়বে স্বাস্থ্য দপ্তরের এই তথ্য থেকে তা স্পষ্ট। ডেঙ্গু মশা মারার জন্য গাপ্পি মাছ চাষ করতে ৪ কোটি ৫১ লক্ষ ৬৭ হাজার ৩৭৯ টাকা স্বাস্থ্য দপ্তর বরাদ্দ করেছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিং – এই ছয় জেলা মূলত দুশ্চিন্তার কারণ প্রশাসনের কাছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করার জন্য। প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও।