ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু, প্রাণ গেল দমদম পুরসভার বাসিন্দার

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। দমদম পুরসভা এলাকার বাসিন্দা ওই যুবক সিদ্ধার্থ বালা (২৫) গত শনিবার থেকে জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর রক্ত পরীক্ষা করাতেই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার মৃত্যু হয় ওই ডেঙ্গি আক্রান্তের। ওই যুবকের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রমণের সংখ্যা। জেলায় জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে লাফ দিয়ে। বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিক এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে ডেঙ্গি মোকাবিলার বেশ কিছু নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিটি পুরসভার যেসব ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে সেইসব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জেলাশাসকরা। এছাড়াও কমিশনার অফ পুলিশ এবং পুলিশ সুপারদের জমা জল বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।