ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে বাড়ছে ডেঙ্গি উদ্বেগ, আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

বঙ্গে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের এবং মৃতের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত হলেন বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অটোগ্রাফ ছবির গানের ছন্দে পরিচালক নিজেই ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাই প্লেটলেট…’। তারই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘কনফার্মড’। পরিচালকের ওই পোস্টেই দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। এমনকী তাঁর অনুরাগীরাও দ্রুত আরোগ্য কামনা করেছেন। অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার ঋজু! আমারও ডেঙ্গি হয়েছিল এবং আমি জানি যে এটা কেমন দুর্বল করে দেয়। আশা করছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।’

জানা গিয়েছে, নতুন ছবি ‘দশম অবতারের’ শুটিং শেষ করার পর থেকেই প্রবল জ্বরে ভুগছিলেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গেও যাওয়ার কথা ছিল ছবির টিমের। পরিচালকের শরীর এতটাই খারাপ ছিল যে, উত্তরবঙ্গের শুটিংও বাতিল করতে হয়। এরপর তিনি ডেঙ্গু টেস্ট করালে শনিবার তা পজিটিভ আসে। প্লেটলেট অনেকটাই কমে গিয়েছে। সূত্রের খবর, আপাতত চিকিৎসকের পরামর্শ মতই বিশ্রামে রয়েছেন সৃজিত।