রাজ্য লিড নিউজ

Dengue: ডেঙ্গিতে ফের মৃত্যু কলকাতায়

ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। এবার মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারি এলাকার এক যুবকের। মৃত যুবকের নাম সায়ন ঘোষ চৌধুরী। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন বছর চব্বিশের ওই যুবক। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এম.আর.বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ওইদিনই বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল থেকে জানানো হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সায়ন ঘোষের।

গত এক সপ্তাহ ধরে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সংখ্যা ৬ হাজার ৬৮০ জন। কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন। তার মধ্যে বিধাননগর পুর এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। অন্যদিকে দক্ষিণ দমদমে এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১৪৪। দৈনিক গড়ে ১২-১৫ জন ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন বলেই পুরসভা সূত্রের খবর। পাশাপাশি হুগলিতে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৭৬।

ইতিমধ্যেই রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? তা নিয়েও গত সপ্তাহে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। বিধাননগর ও দক্ষিণ দমদম পুরনিগমকে ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।