কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ষাটোর্ধ্ব এক বৃদ্ধের। কলকাতা ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাঁচারপাড়া এলাকার বাসিন্দা পরেশ সাউ গত শুক্রবার থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর রক্ত পরীক্ষা করাতেই ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এহেন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যেবেলায় মৃত্যু হয় ওই ডেঙ্গি আক্রান্তের।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে ওই ব্যক্তির বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করা হয়। পরেশ সাউয়ের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।
নবান্ন সূত্রে খবর, কলকাতা সহ জেলাগুলিতে প্রতিটি পুরসভার যেসব ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব দেখা দিয়েছে সেইসব ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন জেলাশাসকরা। বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা রাজ্যজুড়েই বাড়ছে হটস্পট। সব থেকে বেশি হটস্পট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায়। সব থেকে খারাপ অবস্থা দমদম, বিধান নগর পুর এলাকা এবং কামারহাটি। এই অঞ্চল গুলিতে নজর রাখার উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।