Today, parents protested in front of the gate of Newtown DPS School with the slogan 'No school no fee'. Parents of GD Birla also protested in front of the school gate. As a result, traffic jam was created on the road at dawn.
রাজ্য

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভে ধুন্ধুমার

এবার ক্ষেপে উঠল অভিভাবকরা। স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার শহরের দু’‌প্রান্তের স্কুলে বিক্ষোভ আছড়ে পড়ল। স্কুল যখন স্বাভাবিক হচ্ছে না তখন কেন ফি নেওয়া হচ্ছে?‌ তাও আবার বিপুল পরিমাণে। এমনকী ফি’‌এর জন্য খারাপ ব্যবহার করতেও পিছু পা হচ্ছে না বেসরকারি স্কুলগুলি বলে অভিযোগ। তাই আজ ‘‌নো স্কুল নো ফি’‌ এই দাবিতে স্লোগান তুলে নিউটাউন ডিপিএস স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলগেটের সামনে বিক্ষোভ দেখান জিডি বিড়লার অভিভাবকরাও। ফলে বেলা গড়াতেই রাস্তায় যানজট তৈরি হয়ে যায়।
লকডাউনের জেরে এখন বন্ধ স্কুল। পরিবর্তে অনলাইনে ক্লাস হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, স্কুল বন্ধ থাকায় অনেক পরিষেবাই পাচ্ছে না ছাত্রছাত্রীরা। কিন্তু সেগুলিরও ফি দিতে হচ্ছে। লকডাউনে অনেক অভিভাবকই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছেন। এমনকী স্কুলের বর্ধিত ফি দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অথচ স্কুল কর্তৃপক্ষ কোনও কথাই শুনতে নারাজ। বৃহস্পতিবার দিল্লি পাবলিক স্কুলে গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ।
টিউশন ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ হোক বলে দাবি তুলে জিডি বিড়লার সামনে বিক্ষোভ দেখান অবিভাবকরা। তাঁদের বক্তব্য, স্কুলের ফি বাড়ানো হয়নি। অনলাইন ক্লাসে একসঙ্গে ১৫০ জনের ক্লাস নেওয়া হচ্ছে। ক্লাস চলাকালীনই যাদের বেতন বাকি সেটা প্রকাশ্যেই বলা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও কথা বলতে পারেননি তাঁরা।