Demanding the dues Mamata send a letter to Modi. In her letter she asked Rs.25000 crore to pay the salary of Government employees.
ব্রেকিং নিউজ

প্রাপ্য চেয়ে মোদীকে চিঠি মমতার

অবিলম্বে রাজ্য সরকারকে ২৫০০০ কোটি টাকা অনুদান দিক কেন্দ্র, এই মর্মে বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, কোভিড–১৯ মহামারীর কারণে রাজ্যের রাজস্ব আয় কমেছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার পাশাপাশি করোনা মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। রাজ্য সরকারি কোষাগার থেকে ব্যয় করছে। ফলে কোষাগারে ঘাটতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যকে অবিলম্বে ২৫ হাজার কোটি টাকা দেওয়া হোক।
কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ৩৬০০০ কোটি টাকা শীঘ্রই দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গোটা দেশেই করোনা পরিস্থিতি ঘোরালো হচ্ছে। এখন পাওনা টাকা পেলে তা নানা খাতে খরচ করা যেতে পারে। গত ২০ মার্চ করোনা নিয়ে কী করণীয়, সে বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি করোনা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের পাশাপাশি কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যগুলিও তুলে ধরেন।
এই রাজ্যের বিজেপি নেতাদেরও কেন্দ্রের কাছে সেই দাবি জানাতে অনুরোধ করেছিলেন তিনি। রাজ্যের জন্য অবশ্য তিনি ২০০ কোটি টাকার ফান্ডও গড়েছেন। এমনকী নাগরিকদের সাহায্য চেয়ে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলও দিয়েছেন তিনি। ওই ভিডিও কনফারেন্সের পর মমতা বলেছিলেন, অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য কিছু করতে বলেছি। আমরা যা করেছি সেই কথা আমরা জানিয়েছি। যেহেতু মানুষ বাইরে বেরোতে পারছেন না। তাই মানুষকে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়েও উদ্যোগ নিতে হবে।