১৬ ই জুন মুক্তি পেল প্রভাস ও কৃতি অভিনীত ‘আদিপুরুষ’ ছবি। মুক্তি পাওয়ার আগে থেকেই ছিল বিতর্ক এই ছবি নিয়ে। ছবিটির যখন প্রথম ঝলক মুক্তি পায় তখন থেকেই বিতর্কের সূত্রপাত। ছবিটির শুরুতেই পরিচালক মন্দিরে গিয়ে সীতাকে গিয়ে চুম্বন করায় বিতর্কের মুখে পড়ে। অনেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করেন এই ছবিকে নিয়ে। কিন্তু, এত বিতর্কের পরও অবশেষে মুক্তি পেয়েছে এই ছবিটি। তবে মুক্তির পর থেকেই আবার অন্য বিতর্কের মুখে ‘আদিপুরুষ’। এবার বিতর্কের সৃষ্টি করেছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ এই ছবিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন রাজধানীতে।
প্রসঙ্গত, একটি সংলাপকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয় বলে জানানো হয় কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বলেন্দ্র শাহ এর তরফ থেকে। এই ছবিতে জানকী রূপী কৃতির মুখে একটি সংলাপ শোনা গিয়েছে ‘জানকী যে ভারতের মেয়ে’। এতেই আপত্তি সৃষ্টি হয়। বলেন্দ্র শাহ সাফ জানিয়ে দেন এই সংলাপ পরিবর্তন করতে হবে। তা নাহলে এই ছবি নেপালে দেখানো বন্ধ করা হবে। শুধু নেপালে নয়, এমনকি ভারতে চলা এই ছবিতেও যেন কথাটির প্রয়োগ না থাকে এই বিষয়ে কড়া নির্দেশ জারি করেছেন তিনি।
এই প্রসঙ্গে ৩ দিন সময় দিয়েছেন কাঠমান্ডুর মেট্রোপলিটন সিটির মেয়র। তার দাবি, সীতা ভারতের মেয়ে হতে পারেন না। তিনি নেপালের মেয়ে। রামায়ণ অনুসারে, ‘সীতা জন্মগ্রহণ করেছিলেন নেপালের জনকপুরে। রাম সীতাকে সেখানেই বিয়ে করতে যান’।