রাজ্য লিড নিউজ

কুড়মি সম্প্রদায়কে এস.টি তালিকাভুক্ত না করার দাবি

কুড়মি সম্প্রদায়কে কোন ভাবেই এস.টি তালিকাভুক্ত করা চলবে না। তাহলে আদিবাসী সমাজ নিজেদের সুবিধা হারাবে। তাই কুড়মিদের এস.টি তালিকাভুক্ত করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে জঙ্গলমহলের আদিবাসীরা। মঙ্গলবার মেদিনীপুর শহরে প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ অবস্থান করে জেলা প্রশাসনের আধিকারিকদের লিখিতভাবে জানালেন তারা।

মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত হন মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরে মিছিল ঘুরিয়ে তারা হাজির হয়েছিলেন জেলাশাসকের দপ্তরের সামনে। হাতে নিজেদের দাবী সম্বলিত পোস্টার ও ব্যানার। ব্যানারে তারা উল্লেখ করেন,’ভুয়ো এস.টি তালিকা বাতিল করতে হবে।’ ‘কুড়মী সম্প্রদায়কে কোনভাবেই এস.টি তালিকাভুক্ত করা চলবে না।’ ‘সমগ্র আদিবাসী সমাজ এক হও।’ -এই দাবিগুলি নিয়ে আদিবাসীদের মুন্ডা ,কোল, সাঁওতাল-এর মত ৪০টি উপজাতি সমবেত হন।

এদিন বেলা একটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে জেলাশাসকের সঙ্গে তারা দেখা করে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন দেন। সংগঠনের নেতৃত্বরা জেলাশাসককে জানান,”কুড়মী সম্প্রদায় এস.টি তালিকাভুক্ত হলে জঙ্গলমহলের আদিবাসীরা অধিকার হারাবে। তাহলে জঙ্গলমহলের আদিবাসীরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে।”