এবার মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।
একইসঙ্গে তিনি মণিপুরের হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অধীনে তদন্তকারী দল গঠনের আবেদনও জানিয়েছেন। পাশাপাশি মণিপুরে ইন্টারনেট ব্যান তুলে দেওয়ার আবেদন জানান মহিলা কমিশনের প্রধান। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বাতী মালিওয়াল মণিপুর ইস্যুতে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, মণিপুরবাসী সরকারের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত চার মাস ধরে অশান্তি শুরু হয়েছে। হিংসার পাশাপাশি যৌন নিগ্রহের ঘটনাও ঘটেছে। ত্রাণের কোনরকম ব্যবস্থা পর্যন্ত কড়া হয়নি। সবটা দেখেও মণিপুর সরকার চুপ করে রয়েছে। মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় দ্রুত সিবিআই তদন্তের প্রয়োজন।
উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ মোট সাতজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এমনকী মণিপুর ইস্যুতে সংসদের বাদল অধিবেশন শুরুর দিন থেকেই আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি।