রাজ্য লিড নিউজ

বায়রন বিশ্বাসের বিধায়ক পদ খারিজের দাবি

দলবদলের পর বায়রন বিশ্বাসের বিধায়ক পদ খারিজের দাবি। হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, সোমবার আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করে আইনজীবী সৌম্যশুভ্র বিশ্বাস। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, মার্চ মাসে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কিন্তু ভোটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করেন তিনি। ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে। বায়রন তৃণমূলে যোগদানের পরই নানা মহল থেকে দাবি উঠছিল, তাঁর বিধায়ক পদ বাতিল করা হোক। এবার সেই মর্মে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধানসভায় খাতা খুলেছিলেন বায়রন বিশ্বাস। তারপর ৯০ দিনও কাটল না, সেই বায়রনই গত ২৯ মে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষ পর্যন্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিধানসভায় কংগ্রেসের এক মাত্র বিধায়ক ছিলেন বায়রন বিশ্বাস। স্বাভাবিকভাবেই, বাংলার বিধানসভায় ফের কংগ্রেসের খাতা বন্ধ হয়ে গেল। গত ২ মার্চ সাগরদিঘি ভোটের ফল ঘোষণা হয়েছিল। দেখা যায়, তৃণমূলকে হেলায় হারিয়ে সাগরদিঘিতে জয় পায় কংগ্রেস। এই জয় ঘিরে কংগ্রেস, বাম শিবিরে নয়া উদ্যম লক্ষ্য করা যায়। ওইদিন বায়রন বিশ্বাস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন।