দেশ ব্রেকিং নিউজ

চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস, ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ

যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩২১ জনের। দেশে কোভিডমুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৫৭ জন। বৃহস্পতিবার তা অনেকটা বেড়ে ৫৪ হাজার ৬৯ জন। টানা দুদিন ৫০ হাজারের উপর দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এই উর্ধ্বমুখী হওয়ার কারণ ডেল্টা স্ট্রেন হতে পারে।

করোনা সংক্রমণ ঠেকাতে অন্যতম হাতিয়ার টিকা। তাই টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩০ কোটি ১৬ লাখ ২৬ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২১ জনের। কেন হাজারের নীচে নামছে না মৃতের সংখ্যা সেই প্রশ্নে বিশেষজ্ঞদের মতামত করোনা সংক্রমিত হওয়ার পরেও হাসপাতালে যেতে চাইছেন না অনেকে। জ্বর বা শ্বাসকষ্ট দেখলেও অনেকে তা উড়িয়ে দিচ্ছেন। সময় মতো হাসপাতালে যাওয়া বা চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।

মধ্যপ্রদেশে ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঊজ্জয়ন এলাকায় এক মৃত মহিলাপ দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি পেরিয়েছিল গতকালই। আজ তা বেড়ে ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। এঁদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন। মোট মৃত্যু ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।