আশঙ্কা ছিলই। দেশে ডেল্টা প্লাস হানা দিয়েছিল কয়েকমাস আগেই। এবার সেই আশঙ্কাকে সত্যি করে নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যুও হল। বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রথম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মৃত্যু হল এক ৬৩ বছরের বৃদ্ধার। যা নিয়ে শোরগোল পনে গিয়েছে গোটা দেশে।
সরকারি সূত্রে খবর, টিকার দুটি ডোজ় নেওয়ার পরও এই বৃদ্ধা করোনা আক্রান্ত হন। মধুমেহ–সহ একাধিক কো–মর্ডিবিটিও ছিল তাঁর। ওই বৃদ্ধা সহ একাধিক করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং–এর জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসতেই দেখা যায়, ওই বৃদ্ধা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। উনি বাদে আরও ৬ জনের নমুনাতেও এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের হদিস মিলেছে।
আরও জানা যাচ্ছে, ওই মহিলার সংস্পর্শে আসা দু’জনও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছেন। তারা আইসোলেশনে রয়েছেন। চমকে যাওয়ার মতো বিষয় হল, ওই বৃদ্ধার ভ্রমণের কোনও ইতিহাস নেই। এই নিয়ে মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে দু’জনের মৃত্যু হল। গত মাসে রত্নগিরিতে ৮০ বছরের এক বৃদ্ধারও মৃত্যু হয় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান সুজিত সিং জানান, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ৮৬টি নমুনায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে। দেশের মধ্যেও ডেল্টা প্লাসে সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্রেই। সেখানে ৩৪জন ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলেছে।