কেন্দ্রীয় সরকারের আগ্রাসী নীতি দেখতে পাচ্ছে গোটা দেশ। একবার আটজন সাংসদকে সাসপেন্ড করা হল। ধ্বনিভোটে বিতর্কিত কৃষি–বিল পাশ করিয়ে নেওয়া হল। এবার সাংসদদের লাঠিপেটা করল দিল্লি পুলিশ। এই নজিরবিহীন ঘটনায় শিউরে উঠল গোটা দেশ।
পাঞ্জাবের সাংসদরা এই বিলের বিরুদ্ধে সংসদের বাইরে নীরব আন্দোলন করছিলেন। তখন সেখানে দিল্লি পুলিশ এসে ধাক্কাধাক্কি করতে শুরু করে তাঁদের। এমনকী সাংসদদের পায়ে লাঠি দিয়ে প্রবল জোরে আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনার সাক্ষী থাকে টেলিভিশন ক্যামেরা। চিত্রসাংবাদিক যাঁরা সেখানে ছিলেন সেই ছবি তুলে সম্প্রচার করেন। সুতরাং এই বিলকে আইনে পরিণত করতে সরকার আক্রমণাত্মক হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে যেতেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার রাস্তা তারা পরিষ্কার করছিলেন। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী তাঁর নির্দেশেই এই লাঠিচার্জ? কেন এই বিলকে চাপিয়ে দিতে এতো বাড়াবাড়ি করছে? তাহলে কী এখানে পুঁজিপতিদের স্বার্থ জড়িয়ে আছে?
এই বিলের বিরুদ্ধে পাঞ্জাবের কংগ্রেস সাংসদরা রাষ্ট্রপতি ভবনের দিকে হেঁটে যাচ্ছিলেন। এটাই ছিল তাঁদের অপরাধ। সেখান দিয়ে তখন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল। তাই এভাবে রাস্তা পরিষ্কার করল দিল্লি পুলিশ। যা দেখল গোটা দেশ। দিল্লি পুলিশ এই সাংসদদের সরে যেতে বলে। তখন সাংসদরা জানান, এভাবে আমাদের সরে যেতে বলতে পারে না পুলিশ। তখন কোনও কারণ না দেখিয়েই তাঁদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ।