দেশ ব্রেকিং নিউজ

বৃষ্টিতে ভাসছে দিল্লি : জলমগ্ন লালকেল্লা, বাড়ছে পানীয় জলের সংকট

কয়েক দিনের বৃষ্টিতে এবং যমুনা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দিল্লি। বৃহস্পতিবারের একটানা বৃষ্টিতে রাজধানীর অবস্থা আরও বেহাল। যমুনার জল এবার ছুঁয়ে ফেলল লালকেল্লা। যমুনার জলে টইটুম্বুর লালকেল্লার আশপাশ। লালকেল্লার সামনে বইছে যমুনা নদী। শুধু লালকেল্লা চত্বরই নয়। দিল্লির অন্য এলাকাগুলিরও একই হাল।

বৃষ্টিতে যমুনার জল বেড়ে যাওয়ায় বর্তমানে দিল্লির বহু এলাকা জলমগ্ন। কোথাও কোমর পর্যন্ত, কোথাও বুক পর্যন্ত জল জমে গিয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। জমা জলের পরিমাণ ক্রমে বেড়েই চলেছে।

বানের জলে ভাসছে রাজধানী। কয়েক সপ্তাহের মধ্যে রয়েছে জি২০ সম্মেলন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে কম হারে জল ছাড়ার আর্জি জানিয়েছেন তিনি।

যমুনার জল বাড়তে থাকায় ওয়াজ়িরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলা জল শোধনাগারগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে রাজধানী পানীয় জলের সঙ্কটের মুখে দাঁড়িয়ে। এমনকি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনের এলাকাতেও জল ঢুকে পড়েছে। শহরের নানা প্রান্তে দুর্যোগ কবলিতদের উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।