দেশ ব্রেকিং নিউজ

ফের মহুয়ার আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় ফের আদালতে বড় ধাক্কা খেলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল মহুয়ার আবেদন। জানা গিয়েছে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন নেত্রী। সেই মামলাই এবার আদালতে খারিজ হয়ে গেল।

অন্যদিকে, বিদেশী মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। যদিও সেই তলবে তৃণমূল নেত্রী সাড়া দেননি। তাঁর অভিযোগ, “এই তদন্ত প্রক্রিয়ায় অনেক গোপন তথ্য প্রকাশিত হচ্ছে সংবাদ মাধ্যমে। যা তদন্ত চলাকালীন উচিত নয়। এটা বন্ধ হওয়া উচিত।” ইতিমধ্যেই এই দাবি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। সেই মামলার শুনানিতে মহুয়ার আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি।