দেশ ব্রেকিং নিউজ

Delhi Fire: হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার সকালে দিল্লির রোহিণী হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে এক রোগীর। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। ঘটনায় ছড়াল আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

শনিবার সকালে রোহিণীর ব্রহ্মশক্তি হাসপাতালে কালো ধোঁয়া দেখতে পান কর্মীরা। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে তৃতীয় তলায়। সেখানেই আইসি ওয়ার্ডে ভেন্টিলেশনে থাকা একজন রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং কর্মরত কর্মীরা। রোগীদের দ্রুত ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

যদিও কীভাবে ওই হাসপাতালে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করে জানা যায় নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক না থাকায় আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। ঘটনায় রীতিমতো উত্তেজিত রোগীর পরিবারের লোকজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে এই আগুন লাগল।