দেশ লিড নিউজ

Delhi Fire Accident: বহুতলে আগুন, মৃত ২৭

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লাগে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। বহুতল থেকে প্রথমে কয়েকজন বেরিয়ে আসতে পারলেও, অনেকেই ভিতরে আটকা পড়ে যান। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। প্রাণ বাঁচাতে অনেকে বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন। কেউ আবার দড়ি বেয়ে নীচে নেমে আসে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

দিল্লিতে বহুতলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৪০ জন হাসপাতালে ভর্তি। এখনও বহুতলে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি। প্রত্যেক মৃতের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে শোকপ্রকাশ করেছেন। দিল্লির মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধি ও আরও অনেকে।