দেশ লিড নিউজ

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত করা হয়েছে তার দুটি মোবাইল ফোন। মুখ্যমন্ত্রীর বাসভবনের চারপাশে জারি হয়েছে ১৪৪ ধারা।

আবগারি দুর্নীতি মামলায় মেলেনি দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিল্লির বাসভবনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ১২ জনের একটি দল পৌঁছে যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুরো বাড়ি ঘিরে ফেলে দিল্লি পুলিশ। তখনই আশঙ্কা করা হয়েছিল গ্রেফতার করা হতে পারে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রাত ন’টার পর সেই আশঙ্কাই সত্যি হল। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকে। সেই মামলাতেই গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, গ্রেফতার হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি। ফলে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজধানীতে তৈরি হল রাজনৈতিক অস্থিরতা। আগেই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকেও।