দেশ ব্রেকিং নিউজ

দিল্লি চলো’-র ডাক কৃষকদের

কেন্দ্রের প্রস্তাব মানল না কৃষকরা। বুধবার থেকে ফের ‘দিল্লি চলো’-র ডাক কৃষকদের বিভিন্ন সংগঠনের। কৃষকদের জন্য পেনশন, ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, শস্যবিভাগ এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে ফের দিল্লি চলো ডাক দিয়েছে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা।

কৃষকরা জানিয়েছেন, সরকারের দেওয়া প্রস্তাবে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। কার্যত সে কারণেই সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, তা খারিজ করেছে কৃষকেরা। ফলে বুধবার থেকে দিল্লির সীমান্ত এলাকাগুলিতে কৃষকদের বিক্ষোভ শুরু হবে। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় দিল্লি পুলিশ যে ব্যারিকেড তৈরি করেছে তা ভাঙার কোন পরিকল্পনা নেই কৃষকদের। রবিবার কেন্দ্র ও কৃষকদের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয়। যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরনো ন্যূনতম সহায়ক মূল্যে শুধুমাত্র ডাল, ভুট্টা এবং তুলা কেনার নিশ্চয়তা দিতে চাওয়া হয়েছিল। আগামী পাঁচ বছরের জন্য এই ব্যবস্থা চালু রাখার প্রস্তাবও দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষকরা কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।