গোটা অক্টোবর মাস জুড়ে স্কুল বন্ধ থাকবে।সরকারি–বেসরকারি সব স্কুল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। রবিবার এই কথা ঘোষণা করলেন দিল্লির উপ–মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সুতরাং কোভিড আবহে স্কুল এখন খুলছে না। অভিভাবকদেরও চিন্তা ছিল। সেই চিন্তা এদিন দূর হল।তবে কোন মাসে স্কুল খুলবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
এদিকে পঞ্চম পর্যায়ের আনলকে আগামী ১৫ অক্টোবর থেকে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। দিল্লিতে স্কুল খোলা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। খবর চাউর করা হয়েছিল, কোভিড–১৯ মহামারির আবহে স্বাভাবিকত্ব ফিরিয়ে আনতে ধীরে ধীরে স্কুলগুলি খুলে দিতে পারে দিল্লির আপ সরকার। তবে উপ–মুখ্যমন্ত্রীর ঘোষণায় আপাতত সেই জল্পনার অবসান হল।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দিল্লি সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, আগামী ৫ অক্টোবর (সোমবার) পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। সেই সময়সীমা শেষ হওয়ার মুখেই নতুন করে স্কুল বন্ধ থাকার সীমা বাড়িয়ে দেওয়া হল। সিসোদিয়া জানান, দিল্লিতে স্কুল বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হল। আমি ৩১ অক্টোবর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছি।
রবিবার দুপুরে সিসোদিয়া টুইট করে জানান, করোনার কারণে দিল্লির সমস্ত স্কুল ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, একজন অভিভাবক হিসাবে তিনি পরিস্থিতির গুরুত্ব অনুভব করছেন। এই সময়ে বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না।