সোমবার দু’দিনের সফরে লন্ডন যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৮ জানুয়ারি দু’দিনের সফরে লন্ডন যাবেন। ডিআরডিও, সার্ভিস হেডকোয়ার্টার, বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সমন্বয়ে একটি উচ্চ-পর্যায়ের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদল তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, লন্ডন সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন। প্রতিরক্ষা, নিরাপত্তা এবং শিল্প সহযোগিতা সংক্রান্ত বিস্তৃত বিষয়ে আলোচনা হবে বলে ধারণা পাওয়া গিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক সারবেন বলে জানা গিয়েছে।