“আপনাদের মাঝে এসে খুব ভালো লাগলো”, বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়ে বাংলায় বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
এদিন বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়৷ তার আগে ছাতিমতলায় গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী। পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখে সমাবর্তনে অংশ নেন তিনি৷ প্রথা অনুযায়ী কয়েকজন পড়ুয়ার হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়ে আপ্লুত প্রতিরক্ষামন্ত্রী। তাঁর বক্তব্যে তাই ব্যক্ত করেন তিনি৷ প্রায় ৫০ মিনিট তিনি এদিন বক্তব্য রাখেন৷ প্রথমেই বাংলায় তিনি বলেন, “আপনাদের মাঝে এসে আমার খুব ভালো লাগছে।”
তিনি আরও বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতবর্ষকে পথ দেখিয়ে আসছে। আগামীতেও পথ দেখাবে৷ গঙ্গা যেমন দূর দূরান্ত পর্যন্ত বিস্তার লাভ করে, তেমন শান্তিনিকেতনের পড়ুয়ারা জ্ঞান ভাণ্ডার নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেয়৷ বিশ্বভারতী এমন একটা প্রতিষ্ঠান, যেখানে বিশ্বও আছে, ভারতও আছে৷ বিশ্ব শিক্ষার আদানপ্রদান করে গুরুদেবের আদর্শের এই প্রতিষ্ঠান।”
সমাবর্তন শেষে বিশ্বভারতীর অন্যতম কলাভবন ঘুরে দেখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।