দেশ ব্রেকিং নিউজ

এবার করোনায় আক্রান্ত প্রতিরক্ষাসচিব!‌

আনলক ওয়ানের পর দেখা গেল করোনা আক্রান্ত হলেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। ফলে হোম কোয়ারেনটিনে রয়েছেন তিনি। কিছুদিন ধরেই হালকা জ্বরে ভুগছিলেন পদস্থ কেন্দ্রীয় আমলা। সন্দেহ হওয়ায় নিজে থেকেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। আর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এই অজয় কুমারই প্রথম কেন্দ্রীয় আমলা, যিনি করোনা আক্রান্ত হলেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অজয় কুমারের সংস্পর্শে কারা এসেছিলেন, তা খোঁজ নিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং নিরাপত্তা বাহিনীর তিন প্রধানের সঙ্গে অজয় কুমারের কোনও সাক্ষাৎ হয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এই খবর চাউর হওয়ার পর থেকেই অফিসে দেখা যায়নি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সচিবের করোনার খবরের পরই অফিস যাননি কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই সাউথ ব্লকের একতলায় প্রতিরক্ষাসচিবের অফিসকে জীবাণুমুক্ত করার কাজ চলছে। প্রতিরক্ষাসচিবের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌসেনা প্রধানের অফিস রয়েছে একতলাতেই।
উল্লেখ্য, কয়লা মন্ত্রকের এক আধিকারিক সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। দিল্লির শাস্ত্রী ভবনে বেশ কয়েকজন সরকারি আধিকারিক করোনায় আক্রান্ত হন। আইন মন্ত্রকের এক যুগ্ম সচিব এবং সংস্কৃতি মন্ত্রকের এক সচিবের গাড়িচালকও করোনা আক্রান্ত হয়েছেন।